কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মজীবী মুসলিম ভাইবোনদের জন্য বিশুদ্ধ কুরআন পড়া ও আয়াতের অর্থ বুঝার পাশাপাশি ঈমান, ইবাদত, মুআমালাত, মুআশারাত ও আখলাকসহ একজন মুসলমানের যতটুকু দ্বীনি জ্ঞান থাকা ফরজ তা শিক্ষাদানের জন্য ‘ফরজে আইন শিক্ষা’ কার্যক্রম পরিচলানা করা হয় ।